ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,059,052

অতীতের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্পর্ক সুদৃঢ়: নৌবাহিনী প্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। এই সুসম্পর্ক ধরে রেখে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবার প্রতি আহ্বান জানান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

এডমিরাল এম নাজমুল হাসান বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর সাথে বিমান বাহিনীর সদস্যরা অবদান রেখেছে। এছাড়াও বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ও সিমুল্যেটেড উন্নত করা হয়েছে। বিমান বাহিনীর প্রশিক্ষণে বিদেশিরাও এসে প্রশিক্ষণ নিচ্ছে। এ সময়, শান্তিরক্ষা মিশনে বাহিনীটির ভূমিকা উল্লেখ করে, দেশের ক্রান্তিলগ্নে সবসময় পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে নবীন অফিসারদের মাঝে ট্রফি বিতরণ এবং ব্যাজ পড়িয়ে দেন নৌবাহিনী প্রধান। ৮৬তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি-২০২৫ আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট এতে কমিশনপ্রাপ্ত হয়েছেঅনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশে এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স