ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,059,016

গুলির শব্দ শুনে থমকে গেলেন কৌতিনহো

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

লিভারপুলের সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফিলিপ কৌতিনহো। ক্যারিয়ারের বড় একটা সময় ইন্টার মিলান, বার্সা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলার মতো বড় বড় ক্লাবে খেলেছেন তিনি। তবে ইনজুরির কারণে থিতু হতে পারেননি কোথায়। 


যার কারণে গেল বছর অ্যাস্টন ভিলা থেকে লোনে যোগ দেন নিজের শৈশবের ক্লাব ভাস্কো অদা গামায়। যা ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর রিও ডি জেনেইরোর পশ্চিয়াঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে বেশির ভাগই বাসিন্দা অবৈধ বসতি স্থাপন করে বসবাস করছেন। শহরটিতে অপরাধ, সহিংসতা নিত্যদিনের ঘটনা। যার কারণে এলাকাটিতে পুলিশি অভিযানও একটি সাধারণ ঘটনা। 


নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স