ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,059,056

পবিত্র ঈদুল আজহায় ফেনীর প্রধান নামাজের জামাত মিজান ময়দানের প্রস্তুতি চলছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ফেনীতে আগামী শনিবার আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান নামাজের জামাত মিজান ময়দানের প্রস্তুতির কাজ চলছে। নামাজের প্যান্ডেল, সাজসজ্জা ও আনুষঙ্গিক কাজের অগ্রগতি দেখতে আজ (৫ জুন) জোহরের নামাজের পর ফেনী আলীয়া কামিল মাদ্রাসা-মিজান ময়দান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক  গোলাম মোঃ বাতেন । এ সময় তিনি উক্ত কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি তিনি সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের দিকনির্দেশনা প্রদান করেন। শনিবার সকাল ৭:৩০ মিনিটে মিজান ময়দানে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সরকারি বেসরকারি
কর্মকর্তারা এখানে নামাজে অংশ গ্রহণ করবেন।
 তিনি-  কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে নাগরিকদের উদ্দেশ্য  বলেন, প্রত্যেক ওয়ার্ডে পশুর বর্জ্য রাখার নির্দিষ্ট ব্যাগ সরবরাহ করা হয়েছে। পশুর বর্জ্য ওই ব্যাগে রাখবেন। উক্ত বর্জ্য পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে আসবে। সকলের আন্তরিক সহযোগিতায় আশা করছি,ঈদের দিন সন্ধ্যার মধ্যে সকল বর্জ্য  অপসারণ করা সম্ভব হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী  মোহাম্মদ জাকির উদ্দিন,  উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার নাথ সহ বিভিন্ন পৌর কর্মকর্তা ও কনজারভেন্সি শাখার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স