বাংলাদেশের ফুটবলের বর্তমান আলোচিত নাম হামজা চৌধুরী। তার আগমনে দেশের ফুটবলে নতুন এক প্রাণচাঞ্চল্য ফিরেছে, তৈরি হয়েছে আলোড়ন। আজ (৪ জুন) সেই হামজা চৌধুরী প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন। আর অভিষেক ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্সে জয় এনে দিলেন বাংলাদেশকে।
ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই গোল করে নিজের অভিষেক রাঙান হামজা চৌধুরী। এই গোলে স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুহূর্তেই উৎসবে রূপ নেয় পুরো পরিবেশ।
দ্বিতীয়ার্ধে সোহেল রানার এক দুর্দান্ত গোল ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয়ী হয় জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin