ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,058,988

দ্বিতীয়ার্ধে সোহেল রানার গোলে ব্যবধান বাড়ালো বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সে ম্যাচের প্রস্তুতি হিসেবে আজ (৪ জুন) ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেয়েছেন হামজা চৌধুরী। তার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বিরতিতে থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান সোহেল রানা।
দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। তাকে ঘিরে অবশ্য উম্মাদনার কোনো কমতি ছিলো না দর্শকদের মাঝে। পুরো গ্যালারি ভর্তি দর্শকদের তিনি আনন্দে ভাসালেন ম্যাচের ঠিক ষষ্ঠ মিনিটে। ঘরের মাঠে অভিষেক ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিলেন তিনি। আর সেইসঙ্গে ঘরের মাঠে নিজের অভিষেকটাও রাঙালেন হামজা।
দলে ফেরা জামাল ভূঁইয়ার মাপা কর্নার হামজা পেয়ে যান বক্সের মধ্যে। অনেকটা লাফিয়ে উঠে হেডে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন হামজা। ষষ্ঠ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
২১তম মিনিটে নিজেদের অর্ধে তালগোল পাকিয়ে বল হারান তারিক। বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে ওঠা ভুটানের কিংমা ওয়াংচুককে আটকাতে গিয়ে গড়বড় পাকিয়ে ফেলতে বসেছিলেন তপু বর্মনও। তবে দ্রুতই পরিস্থিতি সামাল দেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
৩০তম মিনিটে বাম দিক দিয়ে দারুণ ক্ষিপ্রতায় আক্রমণে ওঠেন রাকিব। তার পাস ধরে ফাহামিদুলকে বল বাড়ান কিরমানি। এই তরুণ ফরোয়ার্ডের শট বলের লাইনে থাকা গোলরক্ষক ফিস্ট করে ফেরান। এরপরই জামালের শট যায় পোস্টের অনেক বাইরে দিয়ে।
৬ মিনিট পর হামজার থ্রু পাস ধরে তাজের ক্রসে রাকিবের ফ্লিক ঠিকঠাক হয়নি। বল যায় জামালের পায়ে। ছোট বক্সের বাইরে থেকে অধিনায়কের শট ডিফেন্ডার এসি গাইয়েলতেসেনের গায়ে লেগে ব্লকড হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সোহেল রানার দূরপাল্লার শট ঠেকাতে পারেননি ভুটানের গোলরক্ষক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২-০ গোলে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আভাস দিয়েছিলেন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ হামজা চৌধুরীকে খেলাবেন এবং ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামকে কিছু সময়ের জন্য খেলাবেন। তবে দুজনই আজ শুরুর একাদশেই মাঠে নেমেছেন।
আজকের ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও জাতীয় দলের ম্যাচ ফিরেছে জাতীয় স্টেডিয়ামে। সর্বশেষ এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২০ সালে, এরপর চলেছে সংস্কার কাজ।
এমআর/সব


নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স