দিন পেরিয়ে রাত নামলেও শেষ হয়নি ঈদযাত্রার ভোগান্তি। ঢাকার উত্তরের প্রধান প্রবেশপথ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েছেন শত শত মানুষ। অনেকে আবার শত চেষ্টা করেও কোনো পরিবহনে উঠতে পারেননি। তারা পরিবার-পরিজন নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে কিংবা বসে আছেন একটাই আশায়, কোনোভাবে যেন বাড়ি ফেরা যায়।
বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে নয়টার দিকে এমন চিত্রই দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গী, স্টেশন রোড, চেরাগ আলী, কলেজ গেট এবং গাজীপুরাসহ চৌরাস্তা পর্যন্ত পুরো এলাকায় গাড়ির দীর্ঘ সারি। কেউ কেউ বাসে উঠতে পেরে আটকে আছেন বাসেই, আবার অনেকে বাসেরও দেখা পাননি। যানজটের এমন অবস্থা যে, অনেক যাত্রী হেঁটে এগিয়ে যাচ্ছেন— আর পেছনে পড়ে আছে ধীরগতির বাস। এই পুরো এলাকাজুড়েই যাত্রীরা দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে। কেউ ছোট বাচ্চাকে কোলে নিয়ে, কেউ আবার স্যুটকেসের ওপর বসে আছেন, আবার কারও চোখে ছিল বিরক্তি। এরই মধ্যে দূরপাল্লার বাস না পেয়ে অনেকে এখন গাজীপুর সিটির ভেতর চলাচলকারী সিটিবাস, মিনিবাস এমনকি মালবাহী পিকআপেও যাত্রা করছেন। সেই সঙ্গে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।