সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্য নিয়ে রংপুরের পীরগাছায় সিঙ্গেল ডিজিট অর্থাৎ শ্রেণিকক্ষে যেসব ছাত্রছাত্রীদের রোল ১ থেকে ৯ তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তাম্বুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারী হামিদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ও জুলাই গণঅভুত্থানের অগ্রগামী সৈনিক সিবগাতুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রশিবির সবসময় মেধাবীদের পাশে থাকতে চায়। কারণ মেধাবীরাই পৃথিবীর নেতৃত্বে দেয়। যদি মেধাবীরা ভালো হয় তাহলে দেশটাই ভালো হয়ে যাবে।
জেলা ছাত্রশিবিরের আয়োজনে ও তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রশিবিরের বাস্তবায়নে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া, কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, বেরোবি সভাপতি সোহেল রানা, জেলা দপ্তর সম্পাদক মুনতাসির সালেহী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু সহ জেলা-উপজেলার ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।