বাংলাদেশের দক্ষিন বঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ও বাংলাদেশের ব্যস্ততম ফেরি ঘাটের মধ্যে একটি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট । এ ঘাট দিয়ে আজ সকাল থেকেই রাজধানী ঢাকা ফেরত ঘরমুখি মানুষের ভীড় লক্ষ করা গেছে।
বৃহস্পতিবার (০৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, ঢাকা খুলনা মহাসড়ক অনেকটাই ফাঁকা। অন্যান্য দিনের তুলনায় আজ দূরপাল্লার গণপরিবহন বেশি চলাচল করছে। গণপরিবহনের থেকে ব্যাক্তিগত গাড়ির চাপ বেশি লক্ষ করা গেছে।
আজ সকাল থেকেই পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটা ফেরিতেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রতিটা ফেরিতেই মোটরসাইকেলের উপস্থিতি ছিল বেশি। সেইসাথে ছিল অন্যান্য যাত্রীদের ভীড়। দক্ষিন-পশ্চিমাঞ্চল গামী মানুষ ফেরি থেকে নেমে কেউ হেঁটে, কেউ রিকশায় আবার কেউ অটোরিকশায় করে দৌলতদিয়া বাস টার্মিনালে যাচ্ছেন। এবং সেখান থেকে সবার গন্তব্যের গাড়িতে উঠছেন।
সকাল সাড়ে ১০ টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে আসে রো রো ফেরি “শাহ পরান”।ফেরিটি ঘাটে ভীড়া মাত্রই শতাধিক যাত্রী নামে। দৌলতদিয়া ঘাটে এসে গাড়ী ও যাত্রী নামানোর পর কিছুক্ষন অপেক্ষা করে কিছু ব্যক্তিগত গাড়ি, দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের সাথে সামান্য কিছু যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরিটি ।
ফেরি থেকে নামার পর আলাপকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুল ইসলাম জানান, আজ তিনি সেলফি পরিবহনে গাবতলি থেকে বেলা ৮ টায় কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। সকাল ১০ টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় এসে ফেরিতে করে নদী পারি দিয়ে দৌলতদিয়া ঘাটে আসেন। এখান থেকে যেকোন গাড়িতে কুষ্টিয়া যাবেন বলে তিনি যানান।
মোটরসাইকেল নিয়ে ফেরি থেকে নামছিলেন ফরিদপুর গামী ইকবাল হোসেন। তিনি বলেন, আমি ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করি। ৬ দিন ছুটি দিয়েছে অফিস থেকে। আজ সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেছি। রাস্তায় আজ তেমন কোন গাড়ির চাপ নাই। খুব দ্রুতই ঢাকা থেকে আসতে পেরেছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ফেরি পর্যাপ্ত রয়েছে। আগে ফেরির জন্য গাড়ি অপেক্ষা করতো কিন্তু এখন গাড়ির জন্য ফেরি অপেক্ষা করে। এই নৌরুটে ১৭ টি ছোট বড় ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যখন যে ঘাট থেকে যানবাহন নিয়ে ছাড়া প্রয়োজন, সেভাবেই ছেড়ে যাচ্ছে। যানবাহনের চাপের সাথে সাথে যাত্রীর চাপ কিছুটা আছে বলে তিনি জানান।