ঢাকা | বঙ্গাব্দ | আজকের ভিজিটর: 5,059,085

সরিষাবাড়ীতে ফের ভিজিএফের ১৪ বস্তা চাল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ফের অবৈধভাবে মজুদ করা ভিজিএফ’র ১৪ বস্তা সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী।
সোমবার (০২ জুন) বিকালে উপজেলার পিংনা বাজার এলাকার মৃত আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে চালের বস্তাগুলি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিংনা বাজার এলাকার মৃত আব্দুল হামিদের বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে সরকারি চাল ব্যবসায়ি চক্র বস্তা পাল্টে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে সংরক্ষণ করে। এ সময় অভিযান চালিয়ে ভিজিএফ কার্ডধারীদের ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে । তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/সব

নিউজটি আপডেট করেছেন : Prothom Bulletin

কমেন্ট বক্স